Project Lottery Policy
Home|Project Lottery Policy
লটারী অনুষ্ঠানের পদ্ধতি
প্লট বরাদ্দের স্বচ্ছ ও নীতিমালা ভিত্তিক লটারী ব্যবস্থাপনা
লটারী অনুষ্ঠানের পদ্ধতি
- লে-আউট প্ল্যান প্রণয়নের সুবিধার্থে ২য় পর্যায়ের সমস্ত জমি প্লটের আয়তন অনুযায়ী বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে।
- ৫ কাঠার সেক্টরে প্রয়োজনে ৪ ও ৩ কাঠার প্লট অন্তর্ভুক্ত থাকতে পারে।
- নীতিমালা অনুযায়ী একাধিক প্লটধারী বা বন্ধু/আত্মীয়রা আবেদন সাপেক্ষে প্লট একত্রে নিতে পারবেন। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণযোগ্য নয়।
লটারী অনুষ্ঠানের নিয়মাবলি
- লটারী ক্রমানুসারে প্রথমে ৫ কাঠা, এরপর ৪ কাঠা এবং শেষে ৩ কাঠার লটারী অনুষ্ঠিত হবে।
- যাদের প্লট সংখ্যা সর্বাধিক, তাঁদের ড্র আগে অনুষ্ঠিত হবে (সর্বোচ্চ থেকে সর্বনিম্ন ক্রমে)।
- একাধিক প্লট বরাদ্দ হলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী পাশ্ববর্তী প্লট নির্ধারিত হবে।
- যথাযথ বরাদ্দ সম্ভব না হলে পুনরায় লটারী অনুষ্ঠিত হবে।
- প্রতিটি প্লট সাইজের জন্য আলাদা ক্রমিক নম্বর নির্ধারিত থাকবে।
- প্লট সংখ্যার ভিত্তিতে মালিকদের পৃথক গ্রুপে ভাগ করে লটারী করা হবে।
- ভিন্ন আয়তনের প্লট একত্রে বরাদ্দযোগ্য নয়।
- লটারীর সময় বড় লে-আউট প্ল্যানে তাৎক্ষণিক ফলাফল রেকর্ড করা হবে এবং লিখিত কপি প্রদান করা হবে।
লটারী ক্রম
১ম গ্রুপ
সর্বোচ্চ সংখ্যক প্লট মালিকদের জন্য পৃথক ক্রমিক অনুযায়ী লটারী
২য় গ্রুপ
সর্বোচ্চ সংখ্যক প্লট মালিকদের জন্য পৃথক ক্রমিক অনুযায়ী লটারী
৩য় গ্রুপ
সর্বোচ্চ সংখ্যক প্লট মালিকদের জন্য পৃথক ক্রমিক অনুযায়ী লটারী
একইভাবে ৪ কাঠা ও ৩ কাঠার জন্য প্রয়োজন অনুসারে একাধিক গ্রুপ তৈরি করে লটারী অনুষ্ঠিত হবে।
লটারী অনুষ্ঠান পরিচালনা
📦 ১ম পাত্র: মালিকদের সিরিয়াল নম্বর
📦 ২য় পাত্র: প্লটের ক্রমিক নম্বর
- প্রথমে ১ম পাত্র থেকে একজন মালিকের সিরিয়াল তোলা হবে।
- এরপর ২য় পাত্র থেকে প্লট নম্বর উঠবে এবং সেটিই বরাদ্দ প্লট হবে।
- একাধিক প্লটের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী পাশ্ববর্তী প্লট বরাদ্দ হবে।
লটারী চলাকালীন লে-আউট প্ল্যানে সরাসরি ফলাফল সংরক্ষণ করা হবে।
